মোঃ তালহা জুবায়ের।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন ৪৯, নওগাঁ – ৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।
আজ ঐতিহাসিক ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল এই দিনে। আজকের এই দিনে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৭১ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা উচ্চারণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। তাঁর এই তেজদৃপ্ত ঘোষণার মাধ্যমে জাতি উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, মুক্তির যুদ্ধে। দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামে হানাদার পাকবাহিনীকে পরাভূত করে জাতি অর্জন করেছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা, একটি স্বাধীন ভূখণ্ড- বাংলাদেশ এবং লাল-সবুজ পতাকা। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই মহামূল্যবান স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে ছিল দীর্ঘ ১৭ বছর। ফ্যাসিস্ট একটা সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে রেখেছিল। গত ৫ আগষ্টে ছাত্র-গণঅভ্যুত্থানের ফলে দেশের স্বাধীন-সার্বভৌম অস্তিত্বকে জাতি আজ তুলে ধরতে পেরেছেন।
“দেশ বাঁচাও মানুষ বাঁচাও” স্লোগানে জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে দেশ পুনর্গঠনে।
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সসর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্র রক্ষার আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
যাদের জীবন মরণ লড়াইয়ে ৯ মাসে আমরা বিজয় লাভ করেছি সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না।
আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
এ দিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
দুর্ভাগ্যক্রমে গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত এখনও থামেনি। বারবার ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও অবৈধ শক্তি আমাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়ায়। দেশি-বিদেশী চক্রান্তের ফলে আমাদের গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতি হোঁচট খেয়েছে বারবার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হয়েছে বিপন্ন।
আমাদের সবাইকে সচেতন হতে হবে ও মহান স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।