• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। ধানের শীষের সমর্থনে কলাপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯ মাস পর সুমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। জ্বালানি ও বিদুৎ মহাপরিকল্পনা খসড়া বাতিলের দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১/দৈনিক ক্রাইম বাংলা।।

রাবি ভর্তি পরীক্ষায় আদিবাসী ছাত্র পরিষদের হেল্প সেন্টার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৬২ পঠিত
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সাগর কুমার সিং।।

১২ এপ্রিল (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বরাবরের মতই এবারো আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি হেল্প সেন্টার চালু রেখেছে। হেল্প সেন্টারটি রাবি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পকেট গেটের বিপরীত পাশে অবস্থিত।

হেল্প সেন্টারটি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্রনাথ সিং। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক ও সাবেক আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, অনিল গজাড় সভাপতি, প্রশান্ত মিন্জ সহ-সভাপতি ও শীত কুমার উরাঁও সাধারণ সম্পাদক, সদস্য স্বপন তিগ্যা, সদস্য দিবাসনজিত সরদার আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও আজকে প্রথম দিনে হেল্প সেন্টারে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার উরাঁও সভাপতি, বিথী এক্কা সাধারণ সম্পাদক, ইন্দ্রজিত কুমার বেদ সাংগঠনিক সম্পাদক, রুহিত মাহাতো অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক সোহাগ বড়াইক, সদস্য দিপক কুমার সিং, সূর্যকান্ত কেরকাটা, সম্পদ তির্কী ও নিপু তির্কী প্রমুখ।

রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত কুমার বেদ বলেন- আদিবাসী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আদিবাসী সমাজ তথা বিশেষ করে আদিবাসী ছাত্র সমাজের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ কয়েক বছর ধরে রাবি ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবিকতা ধরে রাখার জন্য এইবারও হেল্প সেন্টার চালু রাখা হয়েছে।

রাবি’র বাকি ভর্তি পরীক্ষাগুলো আগামী ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ