• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


রাবি ভর্তি পরীক্ষায় আদিবাসী ছাত্র পরিষদের হেল্প সেন্টার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৩ পঠিত
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫


সাগর কুমার সিং।।

১২ এপ্রিল (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বরাবরের মতই এবারো আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি হেল্প সেন্টার চালু রেখেছে। হেল্প সেন্টারটি রাবি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পকেট গেটের বিপরীত পাশে অবস্থিত।

হেল্প সেন্টারটি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্রনাথ সিং। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক ও সাবেক আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, অনিল গজাড় সভাপতি, প্রশান্ত মিন্জ সহ-সভাপতি ও শীত কুমার উরাঁও সাধারণ সম্পাদক, সদস্য স্বপন তিগ্যা, সদস্য দিবাসনজিত সরদার আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও আজকে প্রথম দিনে হেল্প সেন্টারে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার উরাঁও সভাপতি, বিথী এক্কা সাধারণ সম্পাদক, ইন্দ্রজিত কুমার বেদ সাংগঠনিক সম্পাদক, রুহিত মাহাতো অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক সোহাগ বড়াইক, সদস্য দিপক কুমার সিং, সূর্যকান্ত কেরকাটা, সম্পদ তির্কী ও নিপু তির্কী প্রমুখ।

রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত কুমার বেদ বলেন- আদিবাসী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আদিবাসী সমাজ তথা বিশেষ করে আদিবাসী ছাত্র সমাজের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ কয়েক বছর ধরে রাবি ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবিকতা ধরে রাখার জন্য এইবারও হেল্প সেন্টার চালু রাখা হয়েছে।

রাবি’র বাকি ভর্তি পরীক্ষাগুলো আগামী ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ