• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩ মে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ: নতুন কর্মসূচির ইঙ্গিত,,,,,,দৈনিক ক্রাইম বাংলা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করা যাবে,,,দৈনিক ক্রাইম বাংলা। ধর্মনিরপেক্ষতার প্রস্তাবেও আপত্তি, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থান চায় বিএনপি,,,,দৈনিক ক্রাইম বাংলা। সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্র এখনো দূরে: ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ফ্যাসিস্ট আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোস্তাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।


রাবি ভর্তি পরীক্ষায় আদিবাসী ছাত্র পরিষদের হেল্প সেন্টার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৭৯ পঠিত
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫


সাগর কুমার সিং।।

১২ এপ্রিল (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বরাবরের মতই এবারো আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি হেল্প সেন্টার চালু রেখেছে। হেল্প সেন্টারটি রাবি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পকেট গেটের বিপরীত পাশে অবস্থিত।

হেল্প সেন্টারটি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্রনাথ সিং। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক ও সাবেক আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, অনিল গজাড় সভাপতি, প্রশান্ত মিন্জ সহ-সভাপতি ও শীত কুমার উরাঁও সাধারণ সম্পাদক, সদস্য স্বপন তিগ্যা, সদস্য দিবাসনজিত সরদার আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও আজকে প্রথম দিনে হেল্প সেন্টারে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার উরাঁও সভাপতি, বিথী এক্কা সাধারণ সম্পাদক, ইন্দ্রজিত কুমার বেদ সাংগঠনিক সম্পাদক, রুহিত মাহাতো অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক সোহাগ বড়াইক, সদস্য দিপক কুমার সিং, সূর্যকান্ত কেরকাটা, সম্পদ তির্কী ও নিপু তির্কী প্রমুখ।

রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত কুমার বেদ বলেন- আদিবাসী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আদিবাসী সমাজ তথা বিশেষ করে আদিবাসী ছাত্র সমাজের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ কয়েক বছর ধরে রাবি ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবিকতা ধরে রাখার জন্য এইবারও হেল্প সেন্টার চালু রাখা হয়েছে।

রাবি’র বাকি ভর্তি পরীক্ষাগুলো আগামী ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ