• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ,,,,দৈনিক ক্রাইম বাংলা বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ১৫ লাখ ডলারের জরুরি উদ্ধার সরঞ্জাম দিল চীন,,,,,দৈনিক ক্রাইম বাংলা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারা দেশে কুইক রেসপন্স টিম কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আইনগত সহায়তা কার্যক্রমকে সহজলভ্য করলে প্রচুর সময় ও অর্থ সাশ্রয় হবে: আইন উপদেষ্টা,,,, দৈনিক ক্রাইম বাংলা

আজ থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, পরীক্ষার্থী প্রায় সাড়ে ১২ লাখ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৬১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম বৃহৎ পাবলিক পরীক্ষা—এইচএসসি ও সমমান। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। যা গতবারের তুলনায় ৮১ হাজার ৮৮২ জন কম। ২০২৪ সালের পরীক্ষার তুলনায় এটি তিন বছরের মধ্যে সবচেয়ে কম পরীক্ষার্থীসংখ্যার রেকর্ড।

সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত হবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন— সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রায় ১০ লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি।

গত বছর এই তিন বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। এ বছর সেই তুলনায় অংশগ্রহণ কমেছে উল্লেখযোগ্য হারে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় একাধিক কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশ্নফাঁস ঠেকানো, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব প্রতিরোধে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, যা হলো:

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে

২. ওএমআর শিটে সঠিকভাবে নাম, রোল ও অন্যান্য তথ্য লিখে বৃত্ত ভরাট করতে হবে

৩. উত্তরপত্র ভাঁজ করা যাবে না

৪. শুধুমাত্র অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

৫. বহুনির্বাচনি (MCQ) ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না

৬. কেন্দ্রে কোনো মোবাইল ফোন আনা যাবে না

৭. তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে

৮. শুধুমাত্র প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে

৯. নিজ প্রতিষ্ঠানে নয়, স্থানান্তরের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে

১০. প্রতিটি অংশের উপস্থিতি পত্রে স্বাক্ষর দিতে হবে

১৬ জুন শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, পরীক্ষার হলে নির্দিষ্ট কিছু মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো:

• FX-82MS

• FX-100MS

• FX-570MS

• FX-991MS

• FX-991EX

• FX-991ES

• FX-991ES Plus

• FX-991CW

তালিকাভুক্ত মডেলের বাইরে পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা যে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে (২০২৬ সালে), সেই পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে, পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ