আবুল বাশার বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৩১ জন মেধাবৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
রবিবার সকালে বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্হিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার এর সঞ্চালনায় ও সভাপতি এবিএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোরহান উদ্দিন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এ আকরাম,মনিরুল ইসলাম
আজাদ সহ স্থানীয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষে সম্মামনা স্বারক গ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুব আহ্বায়ক সরোয়ার আলম খান। মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝ ক্রেষ্ট,সনদ ও সম্মামনা প্রদান সহ বিশেষ অতিথিদের মধ্যে সম্মামনা স্বারক প্রদান করা হয়।