সরেজমিনে জানা যায় লতিপপুর গ্রামের বসবাসরত মোঃ মতি গাজীর ছোট ছেলে মোঃ মাহবুব (৪ ) গতকাল বৃহস্পতিবার (৮ তারিখ) আনুমানিক বিকাল পাঁচটায়র সময় নানা বাড়ি যাওয়ার জন্য পোশাক পরিয়ে দেয়ার পরে। নিজবাড়ীর পুকুরের পাড়ে পানি দিয়ে খেলা করার সময় পা পিছলে পড়ে যায়।
তৎক্ষণাৎ মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে, না পেয়ে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়, তখন তারা দেখে পুকুরপাড়ে জুতা ভাসতে দেখাযায়, তার পর, পরেই, ৮-১০ জন পুকুরে ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণ, খোঁজাখুঁজির পরে, নিহত মাহাবুবের দেহ এক লোকের পায়ে লাগে তৎক্ষণাৎ তিনি চিৎকার দিয়ে উঠিয়ে দেখে মাহবুবকে তখন তারা জরুরী ভিত্তিতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।