আবুল বাশার ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা বোরহানউদ্দিন শাখার উদ্যোগে (৯আগষ্ট২৫) শনিবার সকালে পৌরও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা দলের সভাপতি কাজী রবিউল আলমের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা হারুন অর রশিদ।পৌর সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা দলের উপদেষ্টা সদস্য মাওলানা ফখরুদ্দিন, ওলামাদলের সাধারন সম্পাদক কাজী আনসার, ইউনিয়ন সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন মাও: হাবিবুল্লাহ, মাও:মাকসুদুর রহমান,মাও:নাজিমুদ্দিন,
মাও:আব্দুর রহমান,জাকির হোসেন,মাও:আঃ জলিল,মাও:রফিকুল ইসলাম,মাও: কাজী ফয়সাল আহমেদ, মাও: হাসনাইন।
এছাড়া সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মাও: আবু সাইদ,
হাফেজ জাফর আহমেদ,মাও:মহিবুল্লাহ, আবু তৈয়ব, হাফেজ তছলিম হাওলাদার,পৌর নেতৃবৃন্দের উপস্থিত মাও:হাবিবুল্লাহ,আলাউদ্দিন আল আজাদ,ফরিদউদ্দিন,,আজাদুর রহমান আজাদ, রহমান,সরোয়ার,দেলোয়ার হোসেন,খাইরুল হক,আবুল বশার ফরাজি, মনির হোসেন, মাও:ফারুক প্রমূখ।
এসময় বক্তারা বলেন- শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানে গড়া দল জাতীয়তাবাদী ওলামাদল, দেশ নায়ক তারেক রহমান আলেমদের নিয়ে আগামী বাংলাদেশ বির্নিমানে ওলামাদল পাশ্বে থেকে রাষ্ট্র গঠনে ভুমিকা রাখবে। এছাড়া আরো বলেন ভোলা ২আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম ২০০১থেকে ২০০৬সালে যে উন্নয়ন করেছেন তাহা সাধারন জনগনের নিকট উপস্থাপন করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের মধ্যেও তিনি নেতাকর্মীদের খোজ খবর নিয়েছেন।