• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩২ পঠিত
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


আবুল বাশার ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। বুধবার (১৩আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বরিশাল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন নাহার।

ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইশরাত জাহান মনা।

বিচারকের দায়িত্ব পালন করেন বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজে অধ্যাপক মনিরুজ্জামান, নাছির উদ্দিন পাটোয়ারী,

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সব স্তরে একসাথে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন, “শৈশবকাল থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে দুর্নীতি যে সামাজিক ব্যাধি তা বোঝাতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ