আবুল বাশার ভোলা প্রতিনিধি :
বোরহানউদ্দিন পৌর নাগরিকদের ভিতর প্রবীণদের হাঁটার জন্য ওয়াকওয়ে এবং যুবকদের জন্য জিমনেশিয়াম ও ব্যাডমিন্টন কোর্ট তৈরির উদ্যোগ নিয়েছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব রায়হান-উজ্জামান, তিনি উপজেলা শিশু পার্কের সাথে থাকা খালি জায়গা ২৪-২৫ অর্থ বছরের বরাদ্দ থেকে ওয়াকওয়ে , ব্যাটমিন্টন কোর্ট ও বাউন্ডারির কাজ শুরু হলো। চলতি ২৫-২৬ অর্থ বছরের বরাদ্দ থেকে জিমনেসিয়াম সংযুক্ত করা হবে।
এছাড়া বোরহানউদ্দিন খেয়াঘাট ব্রীজের নিচে সৌন্দর্য বর্ধন করে চিত্ত বিনোদনের কাজের লে আউট ঠিকাদারকে বুঝিয়ে দেয়া হয়,কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে এবং পুরাতন খেয়াঘাট ব্রীজ থেকে নদীর পাড়ে ওয়াকওয়ে ও রেলিং কাজটি প্রকল্প থেকে করানোর চেষ্টা চলমান। উল্লেখ্য পুরাতন খেয়াঘাট যাওয়ার সড়ক উন্নয়ন কাজ আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে। এদিকে বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান বলেন- পৌর শহরে নগরের স্বাস্থ্য ও বিনোদন ক্ষেত্রে উন্নয়নের অগ্রগতি হবে বলে আশা করি। এসব কাজে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।