• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ,,,,দৈনিক ক্রাইম বাংলা বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ১৫ লাখ ডলারের জরুরি উদ্ধার সরঞ্জাম দিল চীন,,,,,দৈনিক ক্রাইম বাংলা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারা দেশে কুইক রেসপন্স টিম কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আইনগত সহায়তা কার্যক্রমকে সহজলভ্য করলে প্রচুর সময় ও অর্থ সাশ্রয় হবে: আইন উপদেষ্টা,,,, দৈনিক ক্রাইম বাংলা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত ১৬ বছরে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি ……এবিএম মোশাররফ হোসেন।।

রিপোর্টার: / ৫৬ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত ১৬ বছরে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। দলমত নির্বিশেষে সকল প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের নিয়োগ দিতে হবে। একজন দক্ষ শিক্ষক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসায় ৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকালে একথা বলেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহম্মেদ, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো.ওয়ালীউল্লাহ, নিয়োগ বোর্ডের সদস্য সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতে ইসলামি বাংলাদেশ’র আমির মাওলানা আবদুল কাইউম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুল ওহাব, নূরে আলম মুরাদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নিয়োগ পরীক্ষার্থীগণ, অভিভাবকগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এদিন মাদ্রাসার একজন ইবতেদায়ী প্রধান, ২ জন অফিস সহকারি, একজন ল্যাব সহকারী ও একজন আয়া নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান জানান, ৫টি পদের অধীনে এবতেদায়ী পদে ৩ জন, অফিস সহকারী পদে ২২ জন, ল্যাব সহকারী পদে ৭ জন আয়া পদে ৫ জন সহ মোট ৩৭ জন নিয়োগ প্রত্যাশি পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগ দিতে পরীক্ষা কমিটির সকলে একমত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ