আবুল বাশার, বোরহানউদ্দিন প্রতিনিধি :
বোরহানউদ্দিন পৌর বাজার এলাকায় যত্রতত্র পার্কিং ডায়াগনস্টিক সেন্টারে দালাল টোলা
আদায় অটো-সিএনজির সিরিয়াল রক্ষনাবেক্ষনের নামে টাকা আদায় করার অভিযোগে (১৭আগষ্ট ২৫)রবিবার দুপুর সরেজমিন পরিদর্শন করে চালকদের সাথে কথা বলা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সতর্ক করা হয়। বাজার যানজট নিরসনে যত্রতত্র পার্কিং, ভ্রাম্যমাণ দোকান বসা এবং ফুটপাত ও রাস্তা দখল প্রতিরোধে সকলকে সতর্ক করা হয়।
এছাড়া ডায়াগনস্টিক সেন্টার এবং এ সংক্রান্ত অভিযোগ ও দালাল প্রতিরোধে হাসপাতাল সম্মুখে অভিযান পরিচালনা করা হয়।
এসময় আইন ভঙ্গকারী ০৩(তিন) জনকে মোবাইল কোর্টের আওতায় ১২০০০ টাকা জরিমানা করা হয় এবং ট্রাফিক সার্জেন্ট কর্তৃক আলাদাভাবে গাড়ির জরিমানা ও ৮-১০ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট বোরহানউদ্দিন ও বোরহানউদ্দিন থানা পুলিশ।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর সভার প্রশাসক মোঃ মেহেদি হাসান বলেন- এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে প্রশাসন আরও কঠোর হওয়া হবে।