কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার।
লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম গাজীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্যাদা, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস প্রমুখ। এ সময় লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।