আবুল বাশার ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন থানায় ওপেন হাউজ ডে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (২৮আগস্ট ২০২৫) বিকালে বোরহানউদ্দিন থানায় জলদস্যু, সন্ত্রাস, বাল্যবিবাহ, ডাকাত, চাঁদাবাজ এবং জঙ্গীবাদ বিরুদ্ধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে, ওসি তদন্ত রিপন চন্দ্র দে সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক, সহকারী পুলিশ সুপার অরিৎ সরকার, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব বশির আহমেদ, বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব শিহাব উদ্দিন হাওলাদার, বোরহানউদ্দিন বাজার কমিটির সভাপতি জনাব মোঃ নাছির বাকলাই, বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন বাচ্চু। এছাড়া আরোও উপস্থিত ছিলেন সাইদুর রহমান শাহিন, এনামুল হক, রিয়াজ হাওলাদার, বশির পাটোয়ারী, আলমগীর সরকার, সলেমান পঞ্চায়েত, বিল্টু চন্দ্র দাস প্রমুখ।
এসময় জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক বলেন, রাজনৈতিকগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করলে অপরাধ কমে যাবে।