মোঃ আবুল বাশার, (ভোলা) সংবাদদাতা:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খুন্নাগ বাড়িতে ঘটেছে এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ড। শনিবার রাতে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে প্রতিবন্ধী কাশেমের একমাত্র বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
কাশেম একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, স্ত্রী ও চার সন্তান নিয়ে ওই ঘরেই বসবাস করত ভুক্তভোগী কাশেম জানান, তিনি নিজে ও তার দুই সন্তানসহ মোট তিনজনই প্রতিবন্ধী। এমন অসহায় একটি পরিবারের মাথা গোঁজার একমাত্র আশ্রয় কয়েক মিনিটেই আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
খবর পেয়ে (৩১আগষ্ট২০২৫ ) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান করেন।
প্রতিবন্ধী কাশেম অসহায় কণ্ঠে বলেন, আগুনে সবকিছু শেষ। সন্তানদের নিয়ে এখন কোথায় যাব, কিভাবে আবার নতুন করে ঘর তুলব,তাহা নিয়ে তিনি হতাশ।