শাহাবুদ্দিন কলাপাড়া ঃকলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের লস্কারপুর গ্রামের এমাদুল এর স্ত্রী মোসঃসালমা বেগম (২২)নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর ১১ মাসের একটি কন্যা সন্তান রয়েছে, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে, স্বামীর সাথে সাংসারিক কলোহে স্বামীর সাথে ঝগড়া বিবাদ হয়। সংবাদকর্মী গন স্বামীএমাদুল কে জিজ্ঞাসা করলে, সে বলে আমরা একসাথেই দুইজন বিছানায় শুয়ে পড়ি পরক্ষণে দেখা যায়, প্রকৃতির ডাকে আমার ঘুম ভেঙে যায় তখন দেখি আমার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমি নিজেই আমার স্ত্রীকে বাঁচাবার জন্য দড়ির ফাস থেকে উদ্ধার করি তখনই সে মারা গেছেন। ঘটনাস্থলে গৃহবধূর মা বলেন আমাদের কে রাত আনুমানিক দশটার দিকে আমার জামাতার বাবা মুঠোফোনে আমাদেরকে জানিয়েছে যে আপনার মেয়ে অসুস্থ,কিছুক্ষণ পরে আমার জামাই এর ছোট ভাই আমাকে মুঠোফোনে বলে দেখতে হলে শীঘ্রই চলে আসেন আমার ভাবি মারা গিয়েছে। গৃহবধূর বাবা বলেন, আমরা তালতলী থেকে তাৎক্ষণিক ভাবে কোন যানবাহন না পাওয়ায় আসতে সময় হয়, আমরা যখন পৌছাই ঘটনাস্থলে তখন সময় আনুমানিক সাড়ে পাঁচটা বেজেছে আসিয়া দেখি আমার মেয়েকে ঘরের মেঝেতে পূর্ব-পশ্চিম মাথা করে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গৃহবধূর ছোটবোন বলেন, আমার বোনকে হত্যা করেছেন বলে আমার মনে হয়। সরেজমিনে দেখা যায় লাশটি ঘরের মেঝেতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার বাম পাশের একটি চোখ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কলাপাড়া থানা পুলিশ সোমবার সকালে ওই বাড়ি থেকে গৃহবধূর লাশটি থানায় নিয়ে যায় এ ঘটনার পরেই স্বামী এমাদুল কে আটক করে পুলিশ।কলাপাড়া থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, লাশটি ময়নাতদন্ত করা হবে।এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে, তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছে না।
You cannot copy content of this page