মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আলী আকবর মেলাকার, আলতাজ বেগম ও বিউটি বেগম (সেলিনা)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জালাল উদ্দিন পরিবারের সঙ্গে মানিক বিশ্বাস গংদের বিরোধ চলছিল। বুধবার সকালে ইট পরিষ্কারের নাম করে তাদের বসতঘরে পানি ছেড়ে দেওয়া হয়। এতে প্রতিবাদ জানালে মানিক বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, ধলু বিশ্বাস, জামাল বিশ্বাস, ইমরান বিশ্বাস, মনির বিশ্বাস ও শানু বিশ্বাসসহ ১২-১৪ জন মিলে হামলা চালায়।
গুরুতর আহত আলতাজ বেগম জানান, “প্রতিদিন ইট পরিষ্কারের অজুহাতে আমাদের ঘরে পানি ঢোকানো হয়। নিষেধ করায় আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এর আগেও তারা আমাদের জমি দখল করেছে। আমরা ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত মানিক বিশ্বাস বলেন, “একই এলাকায় বসবাস করি। আমার ভবন নির্মাণের ইট পরিষ্কারের পানি তাদের বাড়িতে গিয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির সময় তারা গালমন্দ করে ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”