কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
সম্প্রতি বঙ্গপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্থ ২৪ জেলে পরিবারের পাশে দাড়িয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ওই সকল পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সহকারী পরিচালক (সিপিপি) মো.আসাদুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার এবং জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ এসব জেলেরা চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়ায় এই কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। আজ ২৪ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট এবং ২৬ আগস্ট গভীর সমুদ্রে ২৪ জন জেলে সহ ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে ।