হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজির হাট বাজার এলাকায় ভয়ংকর ঘটনার শিকার হয়েছেন এক বৃদ্ধ ব্যবসায়ী ও তার ছেলে। পাইভেট কার ডাইভিং শিখানো টাকা নিয়ে সমস্যা তৈরি হয়। তাদেরকে ডেকে নেন হাজির হাট বাজারের দক্ষিণ মাথায় ডেকে নিয়ে দোকানে আটক করে মারধর, অর্থ-সামগ্রী ছিনতাই এবং জবরদস্তিমূলকভাবে সংঘবদ্ধ একটি চক্র।
এ ঘটনায় শুক্রবার রাতে তাদের কে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়
এ বিষয়ে আব্দুল মালেক জানান আমার ছেলে এবং মেয়ের জামাই কে রবিন বিশ হাজার টাকা গাড়ি শিখাবে আমার ছেলে ১৫হাজার টাকা দিয়ে দিলো আর বাকি পাঁচ হাজার টাকার জন্য গতকাল আমার ছেলে কে আটকে রেখে আমাকে খবর দিয়েছে, আমি ঘটনাস্থলে গেলে আমাকে রবিন,ও তার ভাই মহিন এবং তার বাবা আব্দুর মজিদ খলিফা লাথি ঘুসি ও মাথায় আঘাত করে আর বলে তোর কোন বাবা আছে। পরে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ি। আমার সাথে নগদ দেড় লক্ষ টাকা ছিল কিবা কারা আমার সেই টাকা নিয়ে যায়,পড়ে স্থানীয় কিছু মানুষ এসে আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করায় ।
এই বিষয়ে রবিন ও তার বাবার কাছে জানতে চাইলে তারা বলেন,আমরা তাদের কে আরো কয়েক মাস আগে বিশ হাজার টাকায় চুক্তিতে গাড়ি শিখিয়েছি, তাদের গাড়ি শিখা শেষ আরো দুই থেকে তিন মাস আগে কিন্তু এখনো আমরা পাঁচ হাজার টাকা পাবো,গতকাল সেই টাকার জন্য তাদের কে আনা হলো,আমরা তাদের গায়ে কোনো হাত দেয়নি এবং তাদের টাকার ব্যাপারে কিছু জানিনা।