নিউজ ডেস্কঃ সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র বরিশাল জেলা সম্মেলনকে কেন্দ্র করে রবিবার (১ নবেম্বর) বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ ‘এসএসপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য রোমান চৌধুরী এ সময় তার হাতে বরিশাল জেলার সদস্য ফরম তুলে দেন বরিশাল জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শফিউর রহমান কামাল, যুগ্ম আহবায়ক বরিশাল জেলা মোঃ ইব্রাহিম খলিল রুবেল, সদস্য সচিব বরিশাল জেলা রাজিব তাজ, আরও উপস্থিত ছিলেন বিজয়ের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও বিবিএস নিউজ ২৪ ব্যুরো প্রধান সৈয়দ নাঈম,বাংলাদেশ ক্রাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ তানজিল সহ অন্যন্য সাংবাদিক বৃন্দরা।কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোমান চৌধুরী বলেন, দেশ ও জনগণের স্বার্থে এই সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ হিসেবে কাজ করে যাচ্ছে, সকলে সকলের প্রতি ভালোবাসা রেখে সংগঠনকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।