মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ্ব আবু আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী তানজিল আহম্মেদ রিডেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোস্তফা কামাল।
অনুষ্ঠানে মরহুম আবু আব্দুল্লাহ’র পরিবার, সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী খবিরুল বশার রিন্টু, ম্যানেজিং কমিটির সদস্য ভুল মোয়াজ্জেম, মরহুমের পুত্র ও জনতা ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক মো. রাসেদুল ইসলাম, জনতা ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মো. আউয়াল কাসেম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হক এবং মরহুমের ফুফাতো ভাই হাজী আব্দুল হাকিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের সাবেক শিক্ষার্থীদের মধ্যে হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জিয়াউর রহমান, বাঁশবাড়িয়া মরিয়ম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. এনায়েত করিম, নাজমুল হক ও কাজী মাহাবুবসহ আরও অনেকে।
শোকসভায় মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।