• বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে, ,,, দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপির অফিস ঘর নির্মানকে কেন্দ্র করে অভ্যন্তরীন কোন্দল তুঙ্গে,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,,,,,দৈনিক ক্রাইম বাংলা ঢাকার প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক করতে হবে : পরিবেশ উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক,,,,,দৈনিক ক্রাইম বাংলা নবজাতকের জীবনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হুমকি,,,,দৈনিক ক্রাইম বাংলা কলকাতার গণমাধ্যমে ফখরুলের সাক্ষাৎকার বিতর্কিত, বিএনপি বলেছে মিথ্যা ও মনগড়া,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্মার্টফোন কেনার সময় ব্যাটারির ‘এমএএইচ’ জানা কেন জরুরি?,,,,দৈনিক ক্রাইম বাংলা সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান ও হংকং, নিহত ১৪, নিখোঁজ ১২৪,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কলাপাড়ায় বিএনপির অফিস ঘর নির্মানকে কেন্দ্র করে অভ্যন্তরীন কোন্দল তুঙ্গে,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীন কোন্দল চাঙ্গা হয়ে উঠেছে। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য মরিয়া। গত সপ্তাহে পাখিমারা বাজারে জমির মালিকের কাছ থেকে ভাড়া নেয়া জমিতে অফিস ঘর নির্মানকে কেন্দ্র করে এ বিরোধ প্রকাশ্যে রুপ নেয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলগঞ্জ ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ড বি.এন.পি. এর পক্ষে সাধারণ সম্পাদক, মোঃ মোজাম্মেল সিকদার পাখিমারা বাজারের বন্দোবস্ত পাওয়া জমির মালিক আ. মালেক হাওলাদারের কাছ থেকে ১৬ ফুট, র্দৈঘ্যঃ ২৪ ফুট জমি ভাড়া নিয়ে ৫ নং ওয়ার্ড বি.এন.পি এর অস্থায়ী কার্যালয় করার জন্য চুক্তিপত্র সম্পাদন করে।
আ. মালেক হাওলাদার বলেন, আমার টুঙ্গিবাড়ীয়া মৌজায় বন্দোবস্তের কেস মুলে ১৯৮৬-৮৭ ইং সনের ১৮৭কে/ ও ১৯৮৬-৮৭ ইং সনের ২৬৫ এস, এ খেপুপাড়া এস, আর অফিসে রেজিষ্ট্রীকৃত ৮৯৪ নং কবুলিয়াত মূলে এস, এ ৪৯৭ (চারশত সাতানব্বই) নং খতিয়ানে বার্ষিক খাজনা মং ৪/৮০ পয়সা সদর জমায় এক কেত্তা ১-০৩ শতাংশ জমি আছে। মোকাম কলাপাড়া সহকারী জজ আদালতে দেওয়ানী ৯০/২০০১ নং মোকদ্দমার রায় ও ডিক্রীমূলে মালিক আমি। আমার রেকর্ডীয় অংশের জমি হইতে মং প্রস্থঃ-১৬ ফুট, র্দৈঘ্যঃ- ২৪ ফুট জমি ৫ (পাঁচ) বছরের জন্য চুক্তিপত্র দলিলে স্বত্ব করিয়া দিয়েছি।
এ ব্যাপারে ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ- সভাপতি মো হাফজুল হক বলেন, বিএনপির কিছু লোক আছে যারা নিজ দলকে ভালোবাসে না। তার দলের মধ্যে থেকে দলের ক্ষতি করার জন্য ব্যাস্ত। ইউনিয়ন যুবদলের ৫নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো আল- আমীন বলেন, কোন খাস জায়গায় দলীয় অফিসঘর নির্মান করা হয়নি। এটা বৈধ জায়গায় বৈধ ভাবেই করা হয়েছে। বিএনপির কিছু নেতা কর্মী মিথ্যা প্রচারনা চালাচ্ছেন। মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো রায়হান মৃধা বলেন, যারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন, বিএনপির বিপক্ষে মিছিল করেছেন, তারাই এখন বিএনপির নেতা সেজে বিএনপির বিপক্ষে কথা বলছেন।
এ ব্যাপরে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.ফজলু হক মৃধা বলেন, খাস জমিতে নয়। আ. মালেক হাওলাদারের বন্দোবস্তের জমিতে ৫ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা চুক্তিনামা করে অফিস ঘরটি তুলেছেন। অথচ এ বিষয়ে সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে সরকারি জায়গায় ঘর তোলার অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ