এস এম নাসির মাহামুদ আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
আমতলী উপজেলার কুরিয়াখেয়াঘাট বাজারে মায়ের দোয়া ষ্টোর্স নামে একটি ভ্যারাইটিস মালের ব্যবসা প্রতিষ্ঠিান শুক্রবার সকালে উদ্ধোধন করা হয়েছে। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির প্রধান অতিথি হিসাবে এই ব্যবসা প্রতিষ্ঠান উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আবুল কালাম মাষ্টার,ইউপি সদস্য মো. হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য ডাঃ মজনুখান,, বিএনপি নেতা এনাম সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. লিটন ফরাজী বলেন তার দোকানে সকল প্রকার ভ্যারাইটিস মালামাল ন্যায়্য মূল্যে বিক্রয় করা হবে।