
স্টাফ রিপোর্টার মোঃ শাহাবুদ্দিনঃ কলাপাড়া উপজেলার মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও তরুণ সাংবাদিক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি। মোঃ হাফিজুর রহমান আকাশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টায় মহিপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে কলাপাড়া উপজেলার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে মহিপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ সহ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন ও সাধারণ সম্পাদক মোঃশাহাবুদ্দিন সহ উপস্থিত ছিলেন আরো অনেকে। বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে মিথ্যা, ভীত্তিহীন মামলাটি প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
উল্লেখ্য যে, ১৯ অক্টোবর আলীপুর গ্রামের চাঁন গাজীর পুত্র মোঃ নাসির উদ্দিন গাজী কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৬৫১/২০নং একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট তদন্তের জন্য দেয়া হয়েছে।