মোঃ শাহাবুদ্দিন স্টাফ রিপোর্টারঃদৈনিক আমাদের কন্ঠ, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস এম আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারকারী রিয়াজের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
গত কয়েকদিন ধরে “সাংবাদিক ঢাকা” নামের একটি ফেসবুক ফেক আইডি দিয়ে নানা রকম অপপ্রচার চালিয়ে আসছিল। ওই ফেসবুক ফেক আইডি ব্যবহারকারী পরিচয় জানার পর তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়।
জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার কম্পিউটার ম্যান রিয়াজ তার ব্যবহারকৃত ফেসবুক ফেক আইডি “সাংবাদিক ঢাকা” দিয়ে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
সে বিভিন্ন সাংবাদিক ও জনপ্রতিনিধিদের বিরুদ্বে নানারকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
তিনি আগে কয়েকটি পত্রিকায় কাজ করতেন এমন অপপ্রচার করা অভিযোগে চাকরিও যান বিভিন্ন পত্রিকা থেকে।
এদিকে এস এম আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার করায় কলাপাড়া সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও অপপ্রচারকারীদের আইনের আওতায় না আনলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জিডির কাগজ আদালতে পাঠানো হচ্ছে, আদালত থেকে অনুমতি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ।