কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগচ্ এ প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে এক বর্নাঢ্য র্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখাথর) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখছেদুল আলম।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সদস্য, স্কাউট সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন।