২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাজারো শিক্ষক অংশ নেন, এতে প্রায় এক ঘণ্টা কলাপাড়া-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এ সময় বক্তব্য রাখেন—কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা এবং কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের দাবি মেনে না নিলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত থাকব।”
শিক্ষকরা আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য ভাতা বৃদ্ধি ও চিকিৎসা সুবিধা দাবি জানিয়ে আসছি, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। আমরা আর প্রতিশ্রুতির আশায় বসে থাকতে চাই না।”
পরে দুপুরে মানববন্ধন শেষে শিক্ষক নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।