পটুয়াখালীর কলাপাড়ায় ২০ জন নারীর মাঝে বিতরণ করা হলো ২৬০টি উন্নত জাতের হাঁস
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে হাঁস বিতরণ করেছেন মানবিক রফিক নামে পরিচিত রফিকুল ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের চিংগুড়িয়া এলাকায় স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রকল্পের অর্থায়নে এবং রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় মোট ২০ জন উপকারভোগী নারীর হাতে প্রতিজনকে ১৩টি করে উন্নত জাতের ইটালিয়ান ক্যাম্বেল হাঁস তুলে দেওয়া হয়। সর্বমোট ২৬০টি হাঁস বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, মানবিক রফিক ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৫৪টি অসহায় পরিবারের মাঝে ১২০টি ছাগল বিতরণ করেছেন। এদের অনেকেই এখন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও কলাপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখছেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশীষ মজুমদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল হক এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী নারী এবং মানবিক রফিকুল ইসলাম নিজেও উপস্থিত ছিলেন।
এই মহতি উদ্যোগের জন্য মানবিক রফিকের প্রশংসা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।