
কলাপাড়া প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের পঞ্চম স্মরণ সভা অনুষ্ঠিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অমল মুখার্জী। সভার শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন টুকু, সদস্য অ্যাড. গোফরান বিশ্বাস পলাশ এবং সাবেক দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের আত্মার মাগফিরাত ও পরকালের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক।
বক্তারা মরহুম বশির উদ্দিন বিশ্বাসের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর আদর্শ অনুসরণে নবীন সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।