🩺 “বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
“বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার”— এই মানবিক স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলা শাখার পরিচিতি সভা, সেলিব্রেশন ও কনফারেন্স।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যায়) সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার আয়োজক ছিল ব্রাইট ফিউচার লাইফ কেয়ার প্রাঃ বিডি লিমিটেড।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সাইফুর রহমান।
প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম,
সমিতির সহ-সভাপতি মো. রুহুল আমীন মনির, মো. নুরুল আমীন তালুকদার,
এবং উপদেষ্টা মো. হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন,
> “গ্রাম ডাক্তাররা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রথম ভরসাস্থল। তারা নিঃস্বার্থভাবে জনগণের সেবা দিয়ে আসছেন বছরের পর বছর। তাঁদের প্রশিক্ষণ ও সামাজিক স্বীকৃতি আরও বাড়াতে হবে, কারণ তাঁরা জনগণের সবচেয়ে কাছের সেবক।”
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল।
এ সময় ব্রাইট ফিউচার লাইফ কেয়ার প্রাঃ বিডি লিমিটেড-এর পণ্যের গুণগত মান, স্বাস্থ্য সচেতনতা ও আধুনিক চিকিৎসা সহায়তা নিয়ে আলোচনা করেন কোম্পানির কাউন্টার মেম্বার সুমন কুমার পাল, মো. রায়হান কবির ও মো. ফারিজুল ইসলাম।
পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ডাক্তার, চিকিৎসা সহায়ক কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
সম্মেলনে গ্রাম ডাক্তারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে সকল অংশগ্রহণকারী গ্রাম ডাক্তাররা মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।