
সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা
ঢাকা | শনিবার, ৮ নভেম্বর ২০২৫:
বেতন কাঠামো ও পদোন্নতি সংক্রান্ত তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার সন্ধ্যায় চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয়।
এর আগে দুপুর থেকে শিক্ষকরা তাদের দাবির সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেলের দিকে তারা শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, এমনকি জলকামান থেকে গরম পানি ছিটিয়ে দেয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হন এবং দু’জনকে আটক করা হয়েছে বলে জানান তারা।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন,
> “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নৃশংস হামলা হয়েছে। অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন, দুজনকে পুলিশ তুলে নিয়ে গেছে।”
অন্যদিকে, পুলিশের দাবি— শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে তাদের থামাতে ব্যারিকেড দেওয়া হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে জানান শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান।
২. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
৩. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। ফলে আগামীকাল থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে।