• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,, সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা,,, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,, দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,,, ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ,,, প্রধান উপদেষ্টাকে বিবৃতিতে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর,,,, অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,, কাল থেকে কঠোর আন্দোলনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা,,,

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,,

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

শাড়ি, ওষুধ, মদসহ বিভিন্ন পণ্য উদ্ধার — বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকা

সাতক্ষীরা | শনিবার, ৮ নভেম্বর ২০২৫ দৈনিক ক্রাইম বাংলা
সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ, মদ, বিড়ি ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিনভর সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজিপুর, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপির অভিযানে ভারতীয় মালামাল জব্দ করা হয়।

ভোমরা বিওপির দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

গাজিপুর বিওপির বিশেষ দল একই উপজেলার নতুনপাড়া এলাকা থেকে ওষুধ উদ্ধার করে।

বৈকারী বিওপির দল শ্মশান ঘাট এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

বাকাল চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় পাতার বিড়ি, শার্ট, নারকেল তেল ও গৌরি মলম উদ্ধার করে বিজিবি।

চান্দুরিয়া বিওপির দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করে।

মাদরা বিওপির তিনটি পৃথক অভিযানে ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়।

কাকডাঙ্গা বিওপির অভিযান চালিয়ে গেরাখালি এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

তলুইগাছা বিওপির দুটি অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি বাঁশবাগান এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

কালিয়ানী বিওপির দল একই উপজেলার কালিয়ানী এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও হিজলদী বিওপির দল যথাক্রমে ভারতীয় ওষুধ ও শিশুতলা আমবাগান এলাকা থেকে চোরাই ওষুধ উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭০ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন,

> “জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্যগুলো সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের উদ্দেশ্যে বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে।”

 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ