• বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতায় বাংলাদেশ দলের রানার্স আপ ট্রফি অর্জন/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর মান্দার ফেরিঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে মাঠে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি,,, জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মান্দায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় খলিশা কুড়ি বাজারে ধানের শীষের পক্ষে সমবায় দলের গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। সড়ক নির্মাণে অনিয়ম! দীর্ঘ দিন বন্ধ থাকার পর কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।। বিজয় দিবসে মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা/দৈনিক ক্রাইম বাংলা।। হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,,

রিপোর্টার: / ৬৯ পঠিত
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একই পদক্ষেপ নেওয়ার পরদিন, শুক্রবার (৭ নভেম্বর) এই সিদ্ধান্তের ঘোষণা দেয় ওয়াশিংটন ও লন্ডন। খবর রয়টার্সের।

শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ও একই সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাটি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সঙ্গে মাদকবিরোধী অভিযান, রাসায়নিক অস্ত্র নির্মূল এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা করতে ও দেশটির নতুন সরকারের অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল-শারার পাশাপাশি সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুজনই এতদিন আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে আর্থিক নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছিল, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আল-কায়েদার মধ্যে এখন আর সক্রিয় সম্পর্ক নেই—এই কারণেই আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। জাতিসংঘের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ইইউ-ও পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতা গ্রহণ করেন আহমদ আল-শারা। সাবেক এইচটিএস নেতা আল-শারা জানুয়ারি থেকে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন এবং বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন।

চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন আল-শারা। এটি সম্পন্ন হলে, সেটিই হবে যুক্তরাষ্ট্রে কোনও সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম হোয়াইট হাউজ সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ