• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


বরিশালে নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে দাদার উপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

রিপোর্টার: / ৪৩০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০


মোঃ শাহাবুদ্দিন স্টাফ রিপোর্টার ঃবরিশাল সদর রোড কোতয়ালী থানার ৯নং ওয়ার্ডের বাসিন্দা জনৈক মোঃশামীম হোসেনের বাসার ভাড়াটিয়া মোঃ রশিদ রানা (৪৮) এর নাতনি মোসাম্মৎ নাদিয়া বেগম (২৪) কে দীর্ঘদিন যাবত  উত্ত্যক্ত করে আসিতেছে একই এলাকার বখাটে মোঃ মাসুদ হোসেন (৪৪)নামের এক যুবক। বিষয়টি নাদিয়া বেগম তার দাদাকে অবহিত করলে তার দাদা বিবাদী মাসুদ হোসেন কে তার নাতনি কে বিরক্ত করিতে নিষেধ করেন।ইহাতে বিবাদী গন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে মুঠো ফোন হুমকি দেয় যাহার নম্বর  ০১৭১৬২১২২০১, ০১৩০২৬৯৬৯৮৩, ০১৯১৮৪৬০১০১ দিয়ে হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছে।এই ঘটনার প্রেক্ষিতে গত ১২/১১/২০২০ তারিখ রাত আনুমানিক ০৮ঃ০০ঘটিকার সময়  গোল্ডেনিং আবাসিক হোটেলে প্রবেশ করিয়া মোঃ রশিদ রানা ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে এবং  এলোপাথারীভাবে মারধর করে। এতে রশিদ রানা গুরুতর আহত হয়।বিবাদী মাছুদ হোসেন মোঃ রশিদ রানা কে প্রাণনাশের হুমকি প্রদানসহ তার  নাতনী কে এসিড মারিয়া পুরিয়ে মারার ভয় -ভীতি দেখায়।  প্রাণের ভয়ে কোনভাবে দৌড় গিয়ে কোতোয়ালি মডেল থানায় আশ্রয় গ্রহণ করিয়া আত্মরক্ষা পায়। বাদী মোঃ রশিদ রানা বলেন, মাসুদ হোসেন ক্ষিপ্ত হয় যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।বিবাদী গন আমাদের কে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে।এবং তার নামে বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে এবং সে সন্ত্রাস প্রকৃতির লোক তাই      আমাদের জীবনের নিরাপত্তায় ভবিষ্যতের জন্য কোতয়ালী মডেল থানা বিএমপি,বরিশাল। একটি সাধারন ডায়েরি করেন। যাহার জিডি নং-৬৮১ এ ঘটনার ব্যাপারে সংবাদ কর্মী গন বিবাদী  মোঃ মাছুদ হোসেনের নিকট মুঠোফোনে মাধ্যমে জানতে চাইলে এ বিষয় কোন কিছু বলতে রাজি হননি।কোতয়ালী থানার ডিউটি রত  এস আই মান্নান বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ