
মোঃ সুজন রেজা।
নওগাঁর মান্দা উপজেলায় আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) মান্দা উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ২ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান, মান্দা নওগাঁ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী (৪৯নওগাঁ-৪, মান্দা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মোঃ আকবর আলী মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।” তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ আকবর আলী মাস্টার বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও দলের জন্য মোনাজাত পরিচালনা করা হয়।