টি.এম.এ হাসান, সিরাজগঞ্জ:
এলাকাবাসীর সেবা সন্ত্রাস, মাদক এবং দূর্নীতি মুক্ত ওয়ার্ড গড়তে ইউপি সদস্য হতে চান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নং সগুনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নওখাদা গ্রামের মৃত ওসমান গনীর ছেলে ভ্যানচালক মো. আব্দুস সালাম। তিনি ইউপি নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের মোড়ে মোড়ে ব্যানারের পাশাপাশি বিভিন্ন জায়গায় লাগিয়েছেন পোস্টার ফেস্টুনও।
সরেজমিনে তাড়াশের সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে গিয়ে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ভ্যানচালক মোঃ আব্দুস সালাম স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এবং পেশায় একজন অটোভ্যান ভ্যানচালক। তিনি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ও সবার কাছে ভোট ও চাইছেন। এবং অনেকেই তাকে সমর্থন ও করছেন।
স্থানীয় ভোটার, নওখাদা গ্রামের মো. এরাদ প্রামানিকের ছেলে মো. বাবু মাহিম বলেন, অনেকেই নির্বাচনে দাড়াবেন কিন্তু সবাইতো আর উঠবেন না। তবে তুলনামূলক এখন পর্যন্ত অন্যদের চেয়ে তার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।
স্থানীয় মুরুব্বি আফসার আলী প্রামাণিক (৬৫) বলেন, আব্দুস সালাম ভ্যানচালক হলেও খুব ভালো ছেলে। আমরা আশা করছি সে নির্বাচিত হবে।
এবিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী মো. আব্দুস সালাম বলেন, জনগন আমাকে ভালবাসে। সবার বিরুদ্ধেই নানান অভিযোগ আছে কিন্তু আমি রাজনীতি করলেও আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাছাড়াও তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বলেও জানান।
You cannot copy content of this page