• বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতায় বাংলাদেশ দলের রানার্স আপ ট্রফি অর্জন/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর মান্দার ফেরিঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে মাঠে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি,,, জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মান্দায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় খলিশা কুড়ি বাজারে ধানের শীষের পক্ষে সমবায় দলের গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। সড়ক নির্মাণে অনিয়ম! দীর্ঘ দিন বন্ধ থাকার পর কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।। বিজয় দিবসে মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা/দৈনিক ক্রাইম বাংলা।। হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে

জনগনের সেবায় ইউপি সদস্য হতে চান ভ্যানচালক সালাম।/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৭ পঠিত
আপডেট: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

টি.এম.এ হাসান, সিরাজগঞ্জ:
এলাকাবাসীর সেবা সন্ত্রাস, মাদক এবং দূর্নীতি মুক্ত ওয়ার্ড গড়তে ইউপি সদস্য হতে চান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নং সগুনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নওখাদা গ্রামের মৃত ওসমান গনীর ছেলে ভ্যানচালক মো. আব্দুস সালাম। তিনি ইউপি নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের মোড়ে মোড়ে ব্যানারের পাশাপাশি বিভিন্ন জায়গায় লাগিয়েছেন পোস্টার ফেস্টুনও।

সরেজমিনে তাড়াশের সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে গিয়ে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ভ্যানচালক মোঃ আব্দুস সালাম স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এবং পেশায় একজন অটোভ্যান ভ্যানচালক। তিনি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ও সবার কাছে ভোট ও চাইছেন। এবং অনেকেই তাকে সমর্থন ও করছেন।

স্থানীয় ভোটার, নওখাদা গ্রামের মো. এরাদ প্রামানিকের ছেলে মো. বাবু মাহিম বলেন, অনেকেই নির্বাচনে দাড়াবেন কিন্তু সবাইতো আর উঠবেন না। তবে তুলনামূলক এখন পর্যন্ত অন্যদের চেয়ে তার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।

স্থানীয় মুরুব্বি আফসার আলী প্রামাণিক (৬৫) বলেন, আব্দুস সালাম ভ্যানচালক হলেও খুব ভালো ছেলে। আমরা আশা করছি সে নির্বাচিত হবে।

এবিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী মো. আব্দুস সালাম বলেন, জনগন আমাকে ভালবাসে। সবার বিরুদ্ধেই নানান অভিযোগ আছে কিন্তু আমি রাজনীতি করলেও আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাছাড়াও তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ