মোঃ নজরুল ইসলাম।।ভোলার লালমোহনে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৮ জন ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির করার কারণে ৮ জন পথচারী কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে লালমোহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন।এই সময় তিনি বলেন, সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করায় ৮ ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির করার কারণে ৮ পথচারী কে বিভিন্ন অংকে মোট ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
You cannot copy content of this page