ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুদান দিলেন ইউএনও একরামুল ছিদ্দিক।
বুধবার (৭ এপ্রিল) রাতে সাত জন ক্যান্সার আক্রান্ত বিছানায় শায়িত রোগীকে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বাড়িতে গিয়ে পৌঁছে দেন। এছাড়াও ছয় জন প্রতিবন্ধীকে নগদ অর্থ ও এক সপ্তাহের খাবার তাদের বাড়িতে পৌঁছে দিলেন।
গত সোমবার কাল বৈশাখী ঝরে ফসল নষ্ট হওয়া প্রান্তিক কৃষকদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তুলে দিলেন এক সপ্তাহের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ।
এভাবে সর্বমোট ৭০ জন অসহায় পরিবারকে খুঁজে খুঁজে সারাদিনের কর্মব্যস্ততার পরেও রাতে গিয়ে তাদের পাশে দাঁড়ালেন এ মানবিক সরকারি কর্মকর্তা।ইউএনও একরামুল ছিদ্দিক সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।