• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

লালমোহনে পল্লীবিদ্যুতের শ্রমিক বিদ্যুতের শর্ট খেয়ে গুরুতর আহত।দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৯ পঠিত
আপডেট: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহন পৌর শহরের বর্নালী সড়কের মাথায় লালমোহন পল্লী বিদ্যুতের লাইন ঠিক করার ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক আরিফ বিদ্যুতের সর্ট খেয়ে গুরুতর আহত হয়েছে। ১০ এপ্রিল প্রতিদিনের মত ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক আরিফসহ অনান্যরা কাজ করতে যায়। লালমোহন পৌর শহরের বর্নালী সড়কের মাথায় পিলার বেয়ে কাজ করার জন্য পিলারের মাথায় উঠে শ্রমিক আরিফ। পিলারে উঠার সময় তারা জানত বিদ্যুতের লাইন বন্ধ আছে । কিন্তু সে পিলারের মাথায় উঠে কাজ করা শুরু করলে হঠাৎ বিকট শব্দ হয় এবং আরিফ তার ধরে দাড়িয়ে থাকে। আরিফের অনান্য সহযোগীরা মূল লাইনে বিদ্যুৎ আছে বুঝতে পেরে দ্রুত মূল লাইন বন্ধ করার জন্য মোবাইলে পল্লীবিদ্যুৎ অফিসে বললে মূল লাইন বন্ধ করা হয়। পরে লালমোহন ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আরিফকে পিলারের মাথা থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে প্রেরণ করে, আরিফের অবস্থা বেগতিক দেখে লালমোহন হাসপাতাল থেকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়, সেখানে যাওয়ার পর ভোলা সদর হাসপাতাল থেকে ও রেফার করে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বিদ্যুতের তারে সট খেয়ে আরিফের হাত ও পা ঝলসে যায়। জানা যায় আহত আরিফের বাড়ী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকায়।
এ ব্যাপারে লালমোহন পল্লীবিদ্যুতের ডিজিএম এসএম শাহিন আহসান কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পল্লীবিদ্যুতের লাইনের কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের কাজ শুরু করার নিয়ম অনুযায়ী আগে আমাদের কে অবহিত করে লাইন শার্টডাউন করে নেয়ার কথা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদেরকে অবহিত না করে এবং লাইন শার্টডাউন না করে শ্রমিক নিয়ে কাজ শুরুকরে। ফলে দুর্ঘটনা পতিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ