ধর্ম ডেস্ক রমজান মাসকে বলা হয় ইবাদতের মৌসুম। রমজান মাসের ইবাদতের নেকি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। তাই আল্লাহর ওলিরা রমজান মাসকে সম্পূর্ণভাবে ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেন।
পারিবারিক ও সাংসারিক যাবতীয় কাজ তারা আগে থেকে সমাধান করে রাখেন যেন রমজান মাসে সেদিকে ব্যস্ত থাকতে না হয়। আসলে এটাই ছিল রাসুলুল্লাহ (সা.) এর কর্মধারা। হজরত আনাস ইবনে মালেক (রা.) একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রজব মাস আরম্ভ হলেই রাসুলুল্লাহ (সা.) দোয়া করতেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রামাদান।’ এর মানে হচ্ছে- হে আল্লাহ আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত দিন। (মুসনাদে আহমাদ, হাদিস: ২৩৪৭, মুসনাদে বাজ্জার, হাদিস: ৬৪৯৬, আল মুজামুল আওসাত, হাদীস: ৩৯৩৯, শুআবুল ঈমান, হাদিস: ৩৫৩৪) অতঃপর রমজান মাস শুরু হলে রাসুলুল্লাহ (সা.) কোমর বেধে ইবাদত-বন্দেগিতে আত্মনিয়োগ করতেন।
You cannot copy content of this page