• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।

দূরপাল্লার গণপরিবহন ছেড়ে যাচ্ছে বংশাল থানার পাস থেকে এ যেন দেখার কেউ নেই/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ  রাজধানীর বংশাল থানার ১২ ফিট দূরত্ব থেকে, দূরপাল্লার পালকি এন্টারপ্রাইজ  পরিবহন ছেড়ে যাচ্ছে, যাহার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো  (১০৬৫ ব) এ যেন দেখার কেহ নেই।সরেজমিনে দেখা যায়,  গত ২৮ তারিখ রাত্র ১০টার সময় পালকি এন্টারপ্রাইজ নামের একটি পরিবহন ছেড়ে গিয়েছে, সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য রয়েছে, নাম না বলার স্বার্থে সে পুলিশ সদস্যকে সংবাদকর্মীগন  জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা দেখে কি করব, উপরের স্যারেরা  কিছু বলে না যার কারণে তারা যেতে পারছে।এ নিয়ে গাড়ির চালককে জিজ্ঞেস করলে গাড়ির চালক বলেন, হবিগঞ্জ যাচ্ছে ধান কাটার উদ্দেশ্যে কিন্তু পরিবহনে উঠে দেখা যায় মহিলা ও পুরুষ একসাথে বসে কোন স্বাস্থ্য বিধি না মেনে তারা যাচ্ছে এবং গাড়ির কাউন্টার ম্যানেজারের সাথে কথা বললে, তিনি বলেন লকডাউন তার পরেও গাড়ি ছাড়বো না কি খাব বলে তিনি এড়িয়ে যান। ওখানকার স্থানীয় সুশীল সমাজের  ছদ্মনামী মোঃ কালাম   বলেন, যে প্রশাসন এগুলো দেখে না তারা শুধু ছোট ছোট রিক্সা  অটো এগুলোই তাদের চোখে পড়ে। কেননা তারা বড় অঙ্কের ঘুষ  দিতে পারেনা বলেই গরিব অভাবে পড়ছে, তাই আমি প্রশাসনের উপরস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে লকডাউন এর ভিতর এসব দূরপাল্লার  পরিবহন চলতে না পারে।ভিডিও দেখতে চোখ রাখুন অনলাইন চ্যানেল /https://youtu.be/fJ25xxhKRdc

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ