নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর বংশাল থানার ১২ ফিট দূরত্ব থেকে, দূরপাল্লার পালকি এন্টারপ্রাইজ পরিবহন ছেড়ে যাচ্ছে, যাহার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো (১০৬৫ ব) এ যেন দেখার কেহ নেই।সরেজমিনে দেখা যায়, গত ২৮ তারিখ রাত্র ১০টার সময় পালকি এন্টারপ্রাইজ নামের একটি পরিবহন ছেড়ে গিয়েছে, সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য রয়েছে, নাম না বলার স্বার্থে সে পুলিশ সদস্যকে সংবাদকর্মীগন জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা দেখে কি করব, উপরের স্যারেরা কিছু বলে না যার কারণে তারা যেতে পারছে।এ নিয়ে গাড়ির চালককে জিজ্ঞেস করলে গাড়ির চালক বলেন, হবিগঞ্জ যাচ্ছে ধান কাটার উদ্দেশ্যে কিন্তু পরিবহনে উঠে দেখা যায় মহিলা ও পুরুষ একসাথে বসে কোন স্বাস্থ্য বিধি না মেনে তারা যাচ্ছে এবং গাড়ির কাউন্টার ম্যানেজারের সাথে কথা বললে, তিনি বলেন লকডাউন তার পরেও গাড়ি ছাড়বো না কি খাব বলে তিনি এড়িয়ে যান। ওখানকার স্থানীয় সুশীল সমাজের ছদ্মনামী মোঃ কালাম বলেন, যে প্রশাসন এগুলো দেখে না তারা শুধু ছোট ছোট রিক্সা অটো এগুলোই তাদের চোখে পড়ে। কেননা তারা বড় অঙ্কের ঘুষ দিতে পারেনা বলেই গরিব অভাবে পড়ছে, তাই আমি প্রশাসনের উপরস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে লকডাউন এর ভিতর এসব দূরপাল্লার পরিবহন চলতে না পারে।ভিডিও দেখতে চোখ রাখুন অনলাইন চ্যানেল /https://youtu.be/fJ25xxhKRdc