সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে একটি জরিপে উঠে এসেছে। ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি রিসার্চ এ- স্ট্রাটেজিক স্টাডিজ জরিপটি পরিচালনা করেছে। ওই জরিপের ফলাফলে দেখা গেছে, শতকরা ৭৭ ভাগ ফিলিস্তিনি জনগণ মনে করেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হামাস বিজয়ী হয়েছে। লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের এ হাজার ২শ ফিলিস্তিনির ওপর এই জরিপ পরিচালিত হয়েছে। জরিপে অংশগ্রহণকারী প্রায় ৫৩ ভাগ উত্তরদাতা বলেছেন, গাজা ও পশ্চিম তীরের পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর নেতৃত্ব দেয়ার যোগ্যতা হামাসের রয়েছে। অন্যদিকে শতকরা মাত্র ১৪ ভাগ বলেছেন, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ফিলিস্তিনিদের নেতৃত্ব দেয়ার অধিকার রাখে।