বৃহস্পতিবার বিকেলে স্থানীয় খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অডিটরিয়ামে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ভাণ্ডারিয়া পৌরসভার ৪০ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৭২১ টাকার বাজেট পাশ করা হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর পৌরসভার এক সভায় সর্ব সম্মতিক্রমে এ বাজেট পাশ করেন। এ সময় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর সহায়ক কমিটির সদস্য মো. মিরাজুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলরগণ এবং পৌর সহায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। ভাণ্ডারিয়া পৌর সভার গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন সহ মোট ১৪টি প্রকল্পের জন্য ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৪০৯,৪০৮,৭২১টাকার বাজেট পাশ করা হয়। সর্ব মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৪৮,৭১৯,১৬৯ টাকা। বাজেট উপস্থাপন করেন পৌর সভার সচিব মো. আনোয়ার হোসেন।
You cannot copy content of this page