কঙ্গোর পানজি হাসপাতালে আসা নারীদের সবারই রয়েছে একই রকম ভয়াবহ অভিজ্ঞতা। ধর্ষণের শিকার হয়ে কঙ্গোর এই হাসপাতালে আসা নারীদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে শারীরিক চিকিৎসার পাশাপাশি দেয়া হয় মানসিক সুস্থতার প্রতিষেধকও।
হাসপাতালটিতে আসা সবারই একটা বাজে ঘটনার শিকার হতে হয়েছে। দুর্বিসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে তাদের। তবে, দরজা বন্ধ করে থাকতে চাওয়া বা আত্মহত্যার মতো চিন্তা করা নারীরা এখানে এসে উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন। কঙ্গোর পানজি হাসপাতালের পুনর্বাসন কেন্দ্রে ধর্ষণের শিকার নারীদের জন্য থেরাপি হিসেবে ব্যবহার হয় নাচ। ভেতর থাকা ভয়, ঘৃণা আর ব্যথাকে তারা প্রকাশ করেন নাচের