• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। মাদ্রাসায় না এসে ও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন প্রভাষক মাওঃ লোকমান।/দৈনিক ক্রাইম বাংলা।। মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিতা ও কেক কেটে রেইনবো এক্সক্লুসিভ (আরএফএল)-এ শো-রুম শুভ-উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।। রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,,

তালতলীতে বিকাশের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৯ পঠিত
আপডেট: বুধবার, ৩০ জুন, ২০২১

তালতলী(বরগুনা)প্রতিনিধিঃবরগুনার তালতলীতে একটি মুদি ও বিকাশ এজেন্টের দোকান ভাংচুর ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে হানিফ খান(৬০)সহ কয়েক জনের বিরুদ্ধে। লুটপাট থেকে নিজ দোকানকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয় দোকান মালিক নাসির মু্ন্সি।

সোমাবার (২৮ জুন)সকাল ১০টায় উপজেলার শারিক খালী ইউনিয়নের দক্ষিণ কচুপাত্রা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় হানিফ খান,
শামীম,কালাম মৃধার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে আমতলী কোর্টে মামালা দায়ের করে।

নাসির মুন্সি বলেন, দক্ষিণ কচুপাত্রা স্কুলের সামনে আমার বিকাশ ও মুদি ব্যবসা রয়েছে সোমাবার সকালে বিকাশ ও মুদি মাল আনার জন্য দোকানে ৩ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ এনে রাখি সকাল ১০ টার দিকে হানিফ খানের নেতৃত্বে আমার দোকানে হামলা করে। ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় তারা। এ সময় আমার ডাকা চিৎকারে পথচারী গাড়ি চালকরা তাদের ধরে গন ধোলাই দিয়ে বেধে রাখে এ সময় আমার দোকান থেকে বিকাশের ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও মূল্যমান কাগজ পত্র নিয়ে যায়। এবং ৯৯৯ ফোন দিয়ে আইনি সহায়তা চাওয়া হয়।

এ বিষয় অভিযোগ অস্বীকার করে শামীম জানান
শারিকখালী ইউনিয়নের সাত খালের বাঁধ কেটে গত ১০ এপ্রিল গভীর রাতে মাছের ঘেরে লবন পানি ঢুকায় নাসির মুন্সি। সরকারি খাল দখল করে পুরো খালটিকে মাছের ঘের করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, এ বিষয় নাসির মুন্সীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মোঃ কাওছার হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করি।

এরপরে জনসার্থে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন খালটি কৃষকদের জন্য অবমুক্ত করেন। এর রেষ ধরে গত ২৮ জুন সোমবার সকালে কৃষক হানিফ খান(৬০)কালাম মৃধা সহ (৫০)আমাকে পিটিয়ে আহত করেন নাসির মুন্সি, গংরা।বর্তমানে আহতরা পটুয়াখালী বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ