তালতলী(বরগুনা)প্রতিনিধিঃবরগুনার তালতলীতে একটি মুদি ও বিকাশ এজেন্টের দোকান ভাংচুর ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে হানিফ খান(৬০)সহ কয়েক জনের বিরুদ্ধে। লুটপাট থেকে নিজ দোকানকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয় দোকান মালিক নাসির মু্ন্সি।
সোমাবার (২৮ জুন)সকাল ১০টায় উপজেলার শারিক খালী ইউনিয়নের দক্ষিণ কচুপাত্রা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় হানিফ খান,
শামীম,কালাম মৃধার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে আমতলী কোর্টে মামালা দায়ের করে।
নাসির মুন্সি বলেন, দক্ষিণ কচুপাত্রা স্কুলের সামনে আমার বিকাশ ও মুদি ব্যবসা রয়েছে সোমাবার সকালে বিকাশ ও মুদি মাল আনার জন্য দোকানে ৩ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ এনে রাখি সকাল ১০ টার দিকে হানিফ খানের নেতৃত্বে আমার দোকানে হামলা করে। ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় তারা। এ সময় আমার ডাকা চিৎকারে পথচারী গাড়ি চালকরা তাদের ধরে গন ধোলাই দিয়ে বেধে রাখে এ সময় আমার দোকান থেকে বিকাশের ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও মূল্যমান কাগজ পত্র নিয়ে যায়। এবং ৯৯৯ ফোন দিয়ে আইনি সহায়তা চাওয়া হয়।
এ বিষয় অভিযোগ অস্বীকার করে শামীম জানান
শারিকখালী ইউনিয়নের সাত খালের বাঁধ কেটে গত ১০ এপ্রিল গভীর রাতে মাছের ঘেরে লবন পানি ঢুকায় নাসির মুন্সি। সরকারি খাল দখল করে পুরো খালটিকে মাছের ঘের করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, এ বিষয় নাসির মুন্সীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মোঃ কাওছার হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করি।
এরপরে জনসার্থে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন খালটি কৃষকদের জন্য অবমুক্ত করেন। এর রেষ ধরে গত ২৮ জুন সোমবার সকালে কৃষক হানিফ খান(৬০)কালাম মৃধা সহ (৫০)আমাকে পিটিয়ে আহত করেন নাসির মুন্সি, গংরা।বর্তমানে আহতরা পটুয়াখালী বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।