মোঃ নজরুল ইসলাম।। ভোলার লালমোহন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান এর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন লালমোহন প্রেসক্লাব। আজ ৭ই জুন সন্ধ্যায় এ উপলক্ষ্যে লালমোহন প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় ও সভাপতি আবদুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এসবি মিলন, মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, সদস্য শাহীন আলম মাকসুদ, মিজানুর রহমান লিপু , সিরাজ মাসুদ প্রমুখ। এ সময় লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page