• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

নূরানী মাদ্রাসার শিক্ষকদের উপহার সামগ্রী দিলেন অ্যাডভোকেট সুনাম দেবনাথ বরগুনা।

রিপোর্টার: / ৪৩৮ পঠিত
আপডেট: রবিবার, ১০ মে, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় স্বল্প বেতনে নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করেন শহরের পাঁচটি নূরানী মাদ্রাসার শিক্ষকরা। করোনাভাইরাস এই সকল শিক্ষকরা অসহায় হয়ে পড়েছে। সেই মুহূর্তে এডভোকেট সুনাম দেবনাথ খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেছেন তাদের কাছে । রবিবার সকাল ১১ টায় বাবে জান্নাত মাদ্রাসার পরিচালক হাতে পাঁচটি মাদ্রাসার সামগ্রী হস্তান্তর করেন।

এসময় মাদ্রাসার পরিচালক আবু হাসান বলেন, আমরা ছোট ছোট শিশুদেরকে এলেম শিক্ষা দেয় । বাড়িতে যে বেতন পাই তাতে আমাদের সংসার চালানোর দায় হয়ে যায়। মাদ্রাসা কোন ভাইরাসের কারণে আমাদের মাদ্রাসা বন্ধ দেওয়া হয়েছে । এখন সকল শিক্ষকরা দিশেহারা হয়ে পড়েছে। এই মুহূর্তে আমাদের খাদ্য সামগ্রী উপহার দিয়ে সহযোগিতা করলেন সুনাম দেবনাথ । আমরা তার জন্য দোয়া করি।
এ ব্যাপারে সুনাম দেবনাথ বলেন, সকল শ্রেণীর মানুষই কম বেশি খাদ্য সামগ্রী পেয়েছেন। আমি যখন দেখলাম নূরানী মাদ্রাসার শিক্ষকরা কিছুই পাইনি সেই মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেছি। এছাড়াও আমি প্রতিদিন বিভিন্ন জায়গায় সহযোগিতা করে যাচ্ছি বলে দৈনিক ক্রাইম বাংলার সাংবাদিককে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ