
মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় স্বল্প বেতনে নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করেন শহরের পাঁচটি নূরানী মাদ্রাসার শিক্ষকরা। করোনাভাইরাস এই সকল শিক্ষকরা অসহায় হয়ে পড়েছে। সেই মুহূর্তে এডভোকেট সুনাম দেবনাথ খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেছেন তাদের কাছে । রবিবার সকাল ১১ টায় বাবে জান্নাত মাদ্রাসার পরিচালক হাতে পাঁচটি মাদ্রাসার সামগ্রী হস্তান্তর করেন।
এসময় মাদ্রাসার পরিচালক আবু হাসান বলেন, আমরা ছোট ছোট শিশুদেরকে এলেম শিক্ষা দেয় । বাড়িতে যে বেতন পাই তাতে আমাদের সংসার চালানোর দায় হয়ে যায়। মাদ্রাসা কোন ভাইরাসের কারণে আমাদের মাদ্রাসা বন্ধ দেওয়া হয়েছে । এখন সকল শিক্ষকরা দিশেহারা হয়ে পড়েছে। এই মুহূর্তে আমাদের খাদ্য সামগ্রী উপহার দিয়ে সহযোগিতা করলেন সুনাম দেবনাথ । আমরা তার জন্য দোয়া করি।
এ ব্যাপারে সুনাম দেবনাথ বলেন, সকল শ্রেণীর মানুষই কম বেশি খাদ্য সামগ্রী পেয়েছেন। আমি যখন দেখলাম নূরানী মাদ্রাসার শিক্ষকরা কিছুই পাইনি সেই মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেছি। এছাড়াও আমি প্রতিদিন বিভিন্ন জায়গায় সহযোগিতা করে যাচ্ছি বলে দৈনিক ক্রাইম বাংলার সাংবাদিককে অবহিত করেন।