• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিডফোর্টের ব্যবসায়ী সোহাগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


বাংলাদেশে হচ্ছে না মেয়েদের এশিয়ান কাপের বাছাই/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩২৪ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুলাই, ২০২১


খেলাধুলা ডেস্ক বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে আপত্তি জানিয়েছে গ্রুপের বাকি দুই দল ইরান ও জর্ডান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাই এশিয়ান কাপের বাছাইয়ের ‘জি’ গ্রুপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আগের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে হওয়ার কথা ছিল ‘জি’ গ্রুপের ম্যাচগুলো। ২৮টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে। ভেন্যু সরে যাওয়ার কথা  নিশ্চিত করেছেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। “আমাদের কোভিড-১৯ পরিস্থিতির কথা সবারই জানা। ইরান ও জর্ডান এই পরিস্থিতিতে আসতে চাইছে না এবং তারা বিষয়টি এএফসিকে জানিয়েছিল। এএফসি ভেন্যু সরিয়ে নেওয়ার কথা আমাদের জানিয়েছে।” “ভেন্যু সরে যাওয়ার আরও একটি কারণ সিলেট ভেন্যু। সেখানকার সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের নয়। এই সমস্যার সঙ্গে যোগ হয়েছে কোভিড-১৯ পরিস্থিতি। এ কারণে ইরান ও জর্ডান কোনোভাবেই আসতে রাজি নয়।” ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান, গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন এবং প্রতিযোগিতার আয়োজক ভারত সরাসরি এই আসরে খেলবে। আগামী ২০ জানুয়ারি ভারতে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। ২০১৪ সালে সর্বশেষ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। ২০১৮ সালে অংশ নেয়নি। সাত বছর আগে দেশের মাটিতে অভিজ্ঞতা অবশ্য মোটেও সুখের ছিল না দলের। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৫৯তম এবং ৭০তম স্থানে আছে ইরান। বাংলাদেশের অবস্থান ১৩৭তম। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন নিজেদের মাঠে খেলতে না পারার হতাশা। “নিজেদের মাঠে খেলতে পারলে ভালো হত। মেয়েরা আরও উদ্দীপ্ত থাকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ