লন্ডনে লোকজন লকডাউন মানছে না। ফলে বিপাকে পড়েছে সেখানকার পুলিশ। লোকজন পার্কে পিকনিক করছে, পিজ্জা, বিয়ার, ওয়াইন খাচ্ছে। সম্প্রতি পার্কে লোকজনের এমন কিছু ছবি টুইট করেছে লন্ডনের পুলিশ।
এক টুইট বার্তায় বলা হয়েছে, পার্কে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে পুলিশকে। কারণ লোকজন লকডাউন মানতেই চাইছে না। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রীনউইচ পার্কে দেখা গেছে পুলিশ টহল দিচ্ছে।
সেখানে লোকজন রোদে বসে গল্প-গুজব করছে। পুলিশ তাদের পার্ক ছেড়ে বাড়ি যেতে বললেও লোকজনকে সেখান থেকে সরানো যাচ্ছিল না। পুলিশের কথা কানে তুলছে না কেউ।
এদিকে, রোববার সন্ধ্যায় দেশজুড়ে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনা ব্যক্ত করার বিষয়ে ঘোষণা দেওয়ার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।
You cannot copy content of this page