চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দীর্ঘদিনের চলাচলের পথে প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ আজগর আলি চৌকিদার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। পাঁচদিন ধরে চলাচলের পথ বন্ধ থাকার কারণে ঘর থেকে বের হতে না পেরে চরম দুর্ভোগে অসহায় দিনমজুর কামাল উদ্দিন গংয়ের পরিবার। একই বাড়ির আবুল কালাম গং এ প্রতিবন্ধকতা দিয়েছে বলে জানা গেছে।
শনিবার দুপুরে সরেজমিন গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। আজগর আলি চৌকিদারের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের পথে কয়েকটি অংশে টিন বাঁশের ঘেরা দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে জানান, ভুক্তভোগী ঐ বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র কামাল গং। তারা বলেন, আমরাও চাই চলাচলের পথ উন্নয়ন হোক। কিন্তু অভিযুক্ত আবুল কালাম, কালু মিয়া গং আমাদের ক্রয়কৃত ও মৌরশি ৫ গন্ডা ১ কড়া জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। তাদের প্রত্যেকের ঘরের বিদ্যুতের খুঁটি আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে গেলেও আমার ঘরে (কামাল উদ্দিন) বিদ্যুত নিতে পারছিনা। আবুল কালাম তাদের ঘরের উপর দিয়ে বিদ্যুত সংযোগের তাঁর নিতে হবে বিধায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করছে। তদুপরি সবার নামে আনা ৩ টি মিটারও তারা বাইরে বিক্রি করে দিয়েছে। তাই তারা চলাচলের পথ উন্নয়নের নামে আমাদের দখলীয় জায়গা স্থায়ীভাবে জোরপূর্বক ভোগ করার পাঁয়তারা করছে। ভুক্তভোগী পরিবার আরো বলেন, তারা প্রভাবশালী তাদের টাকার অভাব নাই। যে কোন মূহুর্তে যা খুশি করতে পারে। আমরা দিনমজুর আর্থিকভাবে দুর্বল তাই তাদের সাথে কোনদিক দিয়েই পেরে উঠছিনা। আমাদের দাবি আমাদের মালিকানা জায়গা তারা আমাদের ফেরৎ দিক। আমরা যাতে বিদ্যুতের সংযোগ দিতে পারি তার ব্যবস্থা করে দিক।
এদিকে প্রতিবন্ধকতা তৈরীর বিষয়টি স্বীকার করেন আবুল কালামের পুত্র আলি আকবর ও অন্যান্য পরিবারের সদস্যরা। তাদের দাবি চলাচলের একমাত্র পথটি উন্নয়নে বাড়ির সব পরিবার ঐকমত্য দিলেও অভিযুক্তরা তাতে বাঁধা দিলে তাদের আপোষে আনার চেষ্টায় এই প্রতিবন্ধকতা। তবে চলাচলের পথে এ ধরনের প্রতিবন্ধকতা দেয়া অন্যায় বলে স্বীকার করেন তারা। জোরপূর্বক জায়গা দখল ও বিদ্যুত সংযোগে বাঁধা ও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন তারা।
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, চলাচলের পথে প্রতিবন্ধকতার বিষয়টি অবগত ছিলাম না। চেয়ারম্যানের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেব।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলি আহসান বলেন, বিরোধ থাকতেই পারে কিন্তু চলাচলের পথ বন্ধ করা আইনগত অপরাধ। স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে সরেজমিন গিয়ে ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, আমি এখনি স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে
You cannot copy content of this page