আন্তর্জাতিক ডেস্ক তেহরান-ওয়াশিংটন ডিসির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের জাহাজে আত্মঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। এতে ওই জাহাজের অন্তত ১২ জন নাবিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে।দেশটির রাষ্ট্রীয় টিভির বরাতে এপি জানায়, রোববার মহড়া চলাকালে তেহরান থেকে প্রায় ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওমান সাগরের জাস্ক বন্দরে এ দুর্ঘটনা ঘটে।হামলার শিকার জাহাজটির নাম কোনারক। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) পরিচালিত ফ্রিগেট জামারান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলক্রমে কোনারককে আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন।
You cannot copy content of this page