সম্পাদকীয় নিজস্ব কিছু কথাঃ
◉ সিনেমা দেখে চোখে পানি আসে!
◉ নাটক দেখে চোখে পানি আসে!
◉ বিরহের গান শুনলে চোখে পানি আসে!
◉ অবৈধ প্রেমের কারণে চোখে পানি আসে!
◉ পছন্দের দল খেলায় হারলে চোখে পানি আসে!
❐ তুমি প্রতিদিন আল্লাহর কতই না নেয়ামত পেলে একবারও শুকরিয়া আদায় করলে না। প্রতিদিন না চাইতেই সামনে রিজিক এনে দেয়, তার পরেও মহান আল্লাহর কথা ভাবলে না। কে তোমাকে সুস্থ রাখলো? কে তোমার গুনাহ গুলো গুপন করে সম্মান বাড়িয়ে দিল?
এত নাফরমানি করছো, কত পাপ করছো। নিজের পাপের কারণে
চোখে একটুও পানি আসে না! একটু মন খারাপও হয় না
এটাই জাহেলিয়াত।
তুমি আবার নিজেকে মুসলিম দাবী করছো? ভাবছো, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, নামটা মুসলিমের আমি একজন মুসলিম।
মুসলিম কাকে বলে – এটাই তো তুমি জানো না। তুমি যা করতেছো তা সবই হারাম, গুনাহর কাজ।
◉ খেলার জন্য কাঁদার নাম মুসলিম নয়।
◉ সিনেমা দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়।
◉ নাটক দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়।
◉ প্রেমিক/প্রেমিকার জন্য চোখে পানি আসার নাম মুসলিম নয়।
◉ মুসলিম মানে, আল্লাহকে স্মরণ করা।
◉ মুসলিম মানে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে অনুসরণ করা।
◉ মুসলিম মানে, কুর’আন-সুন্নাহর অনুসরণ করা।
◉ মুসলিম মানে, একমাত্র আল্লাহর ইবাদত করা।
◉ মুসলিম মানে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পন করা।
পবিত্র কোরআনে আল্লাহ্ তায়ালা বলেন,
হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ কর। আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি, যে, তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দিবে? তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই।
অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ?
(সূরা ফাতির -৩)
______________________
এখনো সময় আছে তওবা করে ফিরে আসো। মনে রেখো আল্লাহর পাকরাও বড়ই কঠিন। এমন সময় এমন অবস্থায় পাকরাও করবে, তখন হাওমাও করে কাঁদার শক্তি টুকুও শরিরে থাকবেনা।
আল্লাহ বলেন,
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’।
সূরা ইব্রাহিম: ৭
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন।
আমিন।